কবিরাজ ঘর - ঢাকা - it's so best

ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছোট বড় মিলিয়ে উৎপাদনশীল অনেক শিল্প প্রতিষ্টান ও প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের বিদ্যমান এ এলাকা। স্থানীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর "সবুজ মতি " নামক বহুমুখী সেবা প্রকল্প এখানে অসহায়দের সাবলম্বী করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। বেকারদের কর্মক্ষেত্রে নিয়োগ দেয়া সহ দুস্থ অসহায় শিশুদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের বিষয়টি উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সেবামূলক কাজের অন্যতম। প্রখ্যাত জ্যোতিষ ও হারবাল চিকিৎসক মরহুম জনাব, কবিরাজ সুলাইমান খোয়াজপুরের উঃপাদিত স্বনামধন্য মাথা ঠান্ডার "কৃষ্ণতিলা" ও চন্দ্রিকা শীতল কেশতেল[২] প্রস্তুতকারক হারবাল প্রতিষ্ঠান মেসার্স কবিরাজ ঘর ঢাকা] [৩] অত্র খিলগাঁও থানার অন্তর্ভুক্ত দক্ষিণ গোড়ান (কবিরাজ গলিতে)[৪] অবস্থিত। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি উত্তরাধীকারী সূত্রে প্রাপ্ত জনাব কবিরাজ গাজী বজলুল মূলক[৫] এর তত্বাবধানে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।